Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

এক নজরে

 

সর্ব প্রথমে ১৯৯৩ সাল থেকে পর্যায়ক্রমে ৪টি উপবৃত্তি প্রকল্পের মাধ্যমে উপজেলা পর্যায়ে মাধ্যমিক শিক্ষা ব্যবস্থাপনার জন্য প্রকল্প কার্যালয় স্থাপিত হয় । পরবর্তীতে এই উপজেলা প্রকল্প কার্যালয় এবং এর জনবল রাজস্ব খাতে স্থান্তারিত হয়। তখন থেকে এই দপ্তরের নামকরণ করা হয় উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস। বাংলাদেশের  সকল উপজেলায় একটি করে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস রয়েছে। কিন্তু এখনও বৃহ্ত্তম চারটি মহানগরীতে  মাধ্যমিক শিক্ষা অফিস স্থাপিত হয় নাই ।

জনবল কাঠামো

*        উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার -(একজন

*        উপজেলা একাডেমিক সুপারভাইজার ১(এক) জন

*        উপজেলা সহকারী মাধ্যমিক শিক্ষা অফিসার -(একজন

*        হিসাব রক্ষক -(একজন

*        অফিস সহকরী ডাটা এন্ট্রি অপারেটর -(একজন

*       এমএলএসএস -(একজন

*       গার্ড-(একজন

দপ্তর প্রধান এর পদবী

উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার

কার্যক্রম

উপবৃত্তি বিতরণ বই বিতরণশিক্ষার গুনগত মান সংরক্ষণ ও উন্নয়নএকাডেমিক ও প্রশাসনিক তত্ত্বাবধান এবং পরিদর্শনশিক্ষক প্রশিক্ষণতথ্য হালনাগাদ করণশিক্ষক/কর্মচারী নিয়োগবিভিন্ন জরিপ/শুমারী তদন্তশিক্ষায় প্রযুক্তির ব্যবহারবিভিন্ন পরীক্ষা সংক্রান্তসহশিক্ষাক্রমিক কার্যক্রম ইভ টিজিং । তাহা ছাড়াও বিভিন্ন সময়ে বিভিন্ন কর্তৃপক্ষ কর্তৃক আরোপিত দ্বায়িত্ব সূচারু রূপে সম্পাদন করতে হয় ।

আওতাধীন

উপজেলায় অবস্থিত মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্তরে বেসরকারী শিক্ষা প্রতিষ্ঠান  সমূহ।

এক নজরে গৌরীপুর উপজেলার মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা সম্পর্কিত তথ্যঃ

 

 

শিক্ষা প্রতিষ্ঠান :- 

কলেজ সর্বমোট                                                      : ০৭টি।

(ক) সরকারী কলেজ                                                : ০১টি।

(খ) সরকারী কারিগরী কলেজ                                     : ০১টি।

(গ) বে-সরকারী মহিলা কলেজ                                    : ০১টি।

(ঘ) বে-সরকারী স্কুল ও কলেজ                                    : ০১টি।

(ঙ) বিজনেস ম্যানেজমেন্ট এন্ড টেকনিক্যাল কলেজ           : ০১টি।

 

সর্বমোট স্কুলঃ-                                                                  : ৩৮টি।

(ক) সরকারী হাই স্কুল                                               : ০১টি।

(খ) সরকারী কারিগরী স্কুল                                        : ০১টি। 

(গ) উচ্চ বালিকা বিদ্যালয়                                         : ০৪টি।

(ঘ) উচ্চ বিদ্যালয় (সহ শিক্ষা)                                      : ২৮টি।

(ঙ) জুনিয়র স্কুল                                                                 : ০৫টি।

 

মাদ্রাসা সর্বমোট                                                     : ১৮টি।

(ক) ফাজিল মাদ্রাসা                                                             : ০৩টি।

(খ) আলিম মাদ্রাসা                                                              : ০২টি।

(গ) বালিকা দাখিল মাদ্রাসা                                        : ০১টি।

(ঘ) দাখিল মাদ্রাসা                                                  : ১২টি।

 

উপবৃত্তি প্রকল্পভূক্ত শিক্ষা প্রতিষ্ঠান                                 : ৫৭টি।

কলেজ                                                                 : ০৪টি।

স্কুল                                                                     : ৩৮টি।

মাদ্রাসা                                                                 : ১৫টি।

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

কলেজ সংক্রান্ত তথ্যাদিঃ

 

কলেজ সংখ্যাঃ ০৩টি, তন্মধ্যে সরকারী কলেজ-০১টি, মহিলা ডিগ্রী কলেজ-০১টি এবং উচ্চ মাধ্যমিক কলেজ-০১টি।

 

শিক্ষক ও শিক্ষার্থী সংক্রান্ত তথ্যাদিঃ

 

শিক্ষক সংখ্যাঃ মোট-৬৬জন, মহিলা-২৮জন

শিক্ষার্থীর সংখ্যাঃ মোট ছাত্র-ছাত্রী= ৬,২৭৬জন, ছাত্রী =৩,৩৮২জন।

 

 

স্কুল এন্ড কলেজ সংক্রান্ত তথ্যাদিঃ

 

স্কুল এন্ড কলেজের সংখ্যাঃ ০২টি

 

শিক্ষক ও শিক্ষার্থী সংক্রান্ত তথ্যাদিঃ

 

শিক্ষক সংখ্যাঃ মোট-৩৮জন, মহিলা-০৬জন।

শিক্ষার্থীর সংখ্যাঃ মোট শিক্ষার্থী-২,৩৩২জন, ছাত্রী-১,১৮৫জন।

 

মাধ্যমিক বিদ্যালয় সংক্রান্ত তথ্যাদিঃ

 

সরকারী মাধ্যমিক বিদ্যালয়ঃ ০১টি।

বেসরকারী মাধ্যমিক বিদ্যালয়ঃ ৩৩টি।

নিম্ণ মাধ্যমিক বিদ্যালয়ঃ ০৪টি।

সরকারী প্রাথমিক বিদ্যালয় হতে নিম্ণ  মাধ্যমিক পর্যায়ে উন্নীতঃ ০১টি।

সর্বমোটঃ ৩৯টি।

শিক্ষক সংখ্যা- মোটঃ ৩৮৮জন।         মহিলা শিক্ষকঃ ৯৯ জন।

শিক্ষার্থী সংখ্যা- মোটঃ ২০,৮১৮ জন।   ছাত্রীঃ ১১,৩৯৫ জন।

 

মাদ্রাসা সংক্রান্ত তথ্যাদিঃ

 

মাদ্রাসা সংখ্যাঃ ১৭টি।

ফাজিল মাদ্রাসাঃ ০৩টি।

আলিম মাদ্রাসাঃ ০২টি।

দাখিল মাদ্রাসাঃ ১২টি।

শিক্ষক সংখ্যা মোটঃ ২৫০জন, মহিলা শিক্ষক সংখ্যাঃ ৪২জন।

শিক্ষার্থী সংখ্যা মোটঃ ৪,০৮১জন। ছাত্রী সংখ্যাঃ ২,৪৪৬জন।

 

২০১৯ সালে বিতরণকৃত বইয়ের সংখ্যা-৪,৯৬,৫৯০

 

কারিগরি শিক্ষা সংক্রান্ত তথ্যাদিঃ

 

কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান মোটঃ ০৮টি

সরকারি কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানঃ ০২টি।

বেসরকারি কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানঃ ০৬টি।

শিক্ষক সংখ্যা মোটঃ ৬০জন। মহিলা শিক্ষকঃ ১৭জন।

শিক্ষার্থী সংখ্যা(মাধ্যমিক পর্যায়ে) : ৯৩৫ জন

 

এমপিও ভূক্ত প্রতিষ্ঠানসমূহের তথ্যাদিঃ

 

এমপিও ভূক্ত ডিগ্রী কলেজ(মহিলা)-০১টি।

এমপিও ভূক্ত স্কুল এন্ড কলেজ-০১টি।

এমপিও ভূক্ত মাধ্যমিক বিদ্যালয়-২৪টি।

এমপিও ভূক্ত নিমণ মাধ্যমিক বিদ্যালয়-০৮টি।

এমপিও ভূক্ত কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান(উচ্চ মাধ্যমিক পর্যায়ে)-০১টি।

 

এমপিও বিহীন প্রতিষ্ঠানসমূহের তথ্যাদিঃ

 

এমপিও বিহীন স্কুল এন্ড কলেজ(মাধ্যমিক ও কলেজ অংশ) : ০১টি।

সম্পূর্ন এমপিও বিহীন মাধ্যমিক বিদ্যালয়ঃ ০১টি।

সম্পূর্ন এমপিও বিহীন নিমণ মাধ্যমিক বিদ্যালয়ঃ ০৪টি।

নিম্ণ মাধ্যমিক হিসেবে এমপিওভূক্ত কিন্তু মাধ্যমিক বিদ্যালয় হিসেবে এমপিওবিহীন শিক্ষা প্রতিষ্ঠানঃ ০৮টি।

সম্পূর্ন এমপিও বিহীন মাদ্রাসা(দাখিল পর্যায়ে): ০৪টি।

এমপিও বিহীন উচ্চ মাধ্যমিক পর্যায়ে(কারিগরি) প্রতিষ্ঠানঃ ০৪টি।

এমপিও বিহীন মাধ্যমিক পর্যায়ে(কারিগরি) প্রতিষ্ঠানঃ ০১টি।

 

উপবৃত্তি সংক্রান্ত তথ্যাদিঃ

 

মাধ্যমিক পর্যায়ে ২০১৭ সালে উপবৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীর সংখ্যাঃ ১৩,০৫৯জন।

টাকার পরিমানঃ ১,৩২,৬৮,২৯০/টাকা।

উচ্চ মাধ্যমিক পর্যায়ে ২০১৬-২০১৭ অর্থ বছরে উপবৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীর সংখ্যাঃ ১,০৪২জন।

টাকার পরিমানঃ ২৬,৯৯,৪০০/টাকা।

স্নাতক বা সমমান পর্যায়ে ২০১৬-২০১৭ অর্থ বছরে উপবৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীর সংখ্যাঃ ৫৩৭জন।

টাকার পরিমানঃ ২৭,৪৮,৬৬০/টাকা।

 

 

 

 

 

পরীক্ষার ফলাফল সংক্রামত্ম তথ্যাদিঃ

 

এসএসসি -২০১৯

মোট শিক্ষার্থীর সংখ্যা -৪২৩২ জন।

পাশ - ৩৩৫৫ জন।

পাশের হার - ৭৯.২৮%

জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীর সংখ্যা - ৯২ জন।

 

দাখিল -২০১৯

মোট শিক্ষার্থীর সংখ্যা -৬৩০ জন।

পাশ - ৫১১ জন।

পাশের হার- ৮১.১১%

জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীর সংখ্যা - ০৮ জন।

 

এসএসসি ভোকেশনাল -২০১৯

মোট শিক্ষার্থীর সংখ্যা -৭৮০ জন।

পাশ - ৫৮৬ জন।

পাশের হার- ৭৫.০০%

জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীর সংখ্যা - ৩১ জন।

 

এইচএসসি -২০১৯

মোট শিক্ষার্থীর সংখ্যা -২০৫১ জন।

পাশ - ১১৮৫ জন।

পাশের হার -৫৭.৭৭%

জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীর সংখ্যা - ০৬ জন।